শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচরে মাদ্রাসার নাম পরিবর্তন ও কমিটি গঠন করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল ১০ টার দিকে বহেরাতলা দক্ষিন ইউনিয়নের সোনা খার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মোহাম্মাদিয়া তালিমুল কোরআন মাদ্রাসার নাম পরিবর্তন ও কমিটি গঠন করাকে কেন্দ্র করে এলাকার খান বংশ ও মুন্সী বংশে বিরোধ চলে আসছিলো।তারই জের ধরে আজ সকালে খান বংশের রাজু খানের নেতৃত্বে সানি খান,সজিব খান,ইমাম হাচানসহ ১০/১২ জন বহেরাতলা দক্ষিন ইউনিয়নের যুবলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য আফজাল হোসেনের উপর হামলা চালায়। আফজাল হোসেনের উপর হামলার খবর শুনে তার বংশের লোকজন এগিয়ে আসলে তাদের ও বেদম প্রহার করা হয়।এসময় মিজানুর মুন্সী (৩৫),বিল্লাল মুন্সী (২৫),সিয়াম (১০),বিলকিস (৩০),পান্নু খালাসী (৪০),সাজাহান (২৫)সহ উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়।তবে মিজান নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এঘটনায় আফজাল হোসেন বাদি হয়ে শিবচর থানায় অভিযোগ করলে পুলিশ মিঠু ও ইকবাল নামে দুজনকে আটক করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করে বলেন,আমরা এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে দুজন কে আটক করি।এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply