কাঠাঁলবাড়ি ব্যুরো,শিবচরনিউজ২৪ঃ
শিবচরে গাড়ি চাপায় সেকান্দার ঢালী (৬৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ) সন্ধা ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের কুতুবপুর দলিলউদ্দিন মুন্সীর বাজার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সেকান্দার ঢালী কুতুবপুর ইউনিয়নের ইউনিয়নের ফকিরকান্দি এলাকার মৃত শফিক ঢালীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, সন্ধার দিকে সেকান্দার ঢালী তাবলীগ জামাতে যাওয়ার জন্য অন্য মুসল্লীদের সাথে আলাপ করতে তার বাড়ি সংলগ্ন মুন্সীর বাজারে যায়।পরে আলাপ আলোচনা শেষে বাড়ি ফেরার জন্য মহাসড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় কাঠাঁলবাড়ী ঘাট থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়।পরে এলাকাবাসী দ্রুত স্থানীয় পাঁচ্চর ইসলামীয়া হাসপাতালে নিয়ে যায়।পরে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন।পরে আত্মীয় স্বজন ঢাকা নেওয়ার পথে কাঠাঁলবাড়ি ঘাটেই তার মৃত্যু হয়।
নিহত সেকান্দার ঢালীর নিকট আত্মীয় (বেয়াই) তোফাজ্জেল হোসেন জানান,সন্ধার দিকে ভাইর এক্সিডেন্টের খবর শুনে সেখান যাই।পরে তাকে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সন্ধার পরে আমরা সড়ক দূর্ঘটনায় লোক মারা যাওয়ার খবর পাই।এছাড়াও ঘটনাটি শোনার পরে ওই এলাকায় হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply