মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরের ড.নুরুল আমিন বিশ্ববিদ্যালয় কলেজে বিশ্ব সাহিত্যকেন্দ্রের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৯ জানুয়ারি) দুপুরে কলেজ গ্রন্থাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী শিক্ষার্থীদের বই দেয়া হয়।
জানা গেছে, বিশ্বসাহিত্য কেন্দ্রের ড.নুরুল আমিন
বিশ্ববিদ্যালয় কলেজ শাখার একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহোদয় মোঃ লুৎফর রহমান।
বিশ্বসাহিত্য কেন্দ্র কলেজ শাখার সংগঠক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এখলাস উদ্দিন চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন,’আলোকিত মানুষ হতে হলে বই পড়তে হবে। আর আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই বিশ্বসাহিত্যকেন্দ্র যুগ যুগ ধরে কাজ করে যাচ্ছে। এই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা সদস্য হয়ে এক বছর বই পড়ে পুরস্কার লাভ করেছে। এই ধারা অব্যাহত থাকবে।’
বইপড়া কর্মসূচীতে চারটি ক্যাটাগরিতে বই পড়ে পুরস্কার জিতেন ২০ জন সদস্য। প্রত্যেকের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন কলেজের অধ্যক্ষ মো.লুৎফর রহমান।
পরে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল আহমেদ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় গান পরিবেশন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ শাখার সদস্য অথবা সাহা, সিনহা সাহা, লাকি আক্তার, বর্ষা রানী প্রমূখ।
Leave a Reply