আবু সালেহ রওসাদ,স্টাফ করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কমঃ
শিবচরের সন্যাসিরচর ইউনিয়নের রাজারচর মৌলভীকান্দি গ্রামে আগুন লেগে ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।
সোমবার (৩০ মার্চ) দুপুর ২ টার দিকে ওই এলাকার হারুন মালের বাড়ির রান্না ঘর থেকে এ অগ্নিকান্ড ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায় দুপুরে হারুন মালের স্ত্রী রান্নার কাজ শেষ করে পরিবারের সকলে মিলে দুপুরের খাবার খাচ্ছিলো । এসময় তারা রান্না ঘরে আগুন জ্বলতে দেখতে পান।পরে পরিবারের লোকজন এগিয়ে গিয়ে দেখতে পান পুরো রান্নঘরটি আগুনে পুড়ছে।এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে
অগ্নিকান্ডে হারুন মালের বসতঘর রান্নাঘর ও গোয়ালঘরসহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে হারুন মাল বলেন,আগুনে আমার সব শেষ হয়ে গেলো।আমরা এখন কোথায় থাকবো।
Leave a Reply