কাঠালবাড়ি ব্যুরোঃ
শিবচরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী বিএম জাহাঙ্গীরকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১২ জুন) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়,আজ রাতে নির্দিষ্ট সময়ের পরে নির্বাচনী আচরনবিধি তোয়াক্কা না করে ওই চেয়ারম্যান প্রার্থী অধিকসংখ্যক লোক নিয়ে বৈঠক করতে ছিলো। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হন।পরে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে তাকে দশ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান জানান, কেউ নির্বাচনের আচরন বিধি ভঙ্গ করতে পারবে না।এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা উপজেলাবাসীর নিকট অঙ্গিকারাবদ্ধ।নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply