শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
করোনাভাইরাস মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য মাদারীপুরের দায়িত্ব প্রাপ্ত যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের সচিব মোঃ আখতার হোসেন শিবচর উপজেলায় ত্রান কার্যক্রম পরিদর্শন করেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ইউনিয়নের দিনমজুর, খেটে খাওয়া ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কর্মসুচির পরিদর্শন করেন।
পরে বেলা ১১ টা থেকে ঘন্টা ব্যাপি তিনি শিবচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় অংশগ্রহন করেন।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসন আজাহারুল ইসলাম, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা,শিবচর উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান (মহিলা) ফাহিমা আক্তার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাঙ্ক ঘোষসহ অন্যান্নরা
জানা যায়, করোনাভাইরাস মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের জন্য ৬৪ সচিবকে জেলা ভাগ করে দায়িত্ব বণ্টন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। মাদারীপুর জেলার দায়িত্ব পান যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের সচিব মোঃ আখতার হোসেন। মাদারীপুর জেলায় ত্রাণকার্যক্রম ও করোনা মোকাবেলায় সার্বিক কার্যক্রম তদারকি করবেন সচিব।
যুব ও ক্রিয়া মন্ত্রনালয়ের সচিব মোঃ আখতার হোসেন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ৬৪টি জেলায় ৬৪জন সচিব ও অতিরিক্ত সচিবকে দায়িত্ব প্রদান করেছেন। কভিড ১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের জন্য সরকার ওই কর্মকর্তাদের জেলাওয়ারি দায়িত্ব প্রদান করেছে। মাদারীপুর জেলায় আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি আজ শিবচর এসেছি এরপর রাজৈর, কালকীনি ও মাদারীপুরের কার্যক্রম তদারকি করব’
Leave a Reply