পাঁচ্চর ব্যুরো, শিবচরনিউজ২৪.কমঃ
শিবচরে গাড়ি চাপায় খাদিজা(৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা চৌরাস্তা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা সন্যাসীরচর ইউনিয়নের পাটকান্দি এলাকার চাঁনমিয়ার মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দুপুরে শিশুটি মহাসড়কের এক পাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় ভাঙ্গা থেকে কাঠালবাড়ী ঘাটগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যায়।পরে এলাকাবাসী দ্রুত স্থানীয় পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আশরাফুল আলম জানান,’ দুপুরে রাস্তা পার হতে গেলে গাড়ি চাপায় শিশুটির মৃত্যু হয়েছে।আমরা গাড়িটি আটকের চেষ্টা চালাচ্ছি’
Leave a Reply