শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
শিবচর উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন , দুস্থ ও গরিব পরিবারের মধ্য পুষ্টির চাহিদা পুরনের লক্ষে মাছ বিতরন করা হয়েছে।
শুক্রবার ( ২২ মে) বেলা ১১ টায় শিবচর উপজেলায় বিভিন্ন মৎস্য চাষীদের সহযোগীতায় ও উপজেলার মৎস অফিসের উদ্যেগে উপজেলার বহেরাতলা দক্ষিন ইউনিয়নের গুচ্ছ গ্রামে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ৯০ টি পরিবারের মধ্য দেড় কেজি করে প্রায় ১৪০ কেজি মাছ বিতরন করা হয়।
শিবচর উপজেলা মৎস কর্মকর্তা এটিএম সামসুজ্জামানের সঞ্চালনায় ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান সামাসুদ্দিন খান।এসময় বিষেশ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান
এ সময় আরো উপস্থিত ছিলেন বহেরাতলা দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওয়ালী উল্লাহ খালাসী,উপজেলা মৎস অফিসের বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply