শিবচর প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে করোনা আক্রান্ত হয়ে আনোয়ারা বেগম(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার(১০) সকালে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মেয়ে নাজমা আক্তার তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আনোয়ারা বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের মৃত গিয়াস মাতুব্বর এর স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সর্দি ও জ্বর হলে গত ৪ জুলাই আনোয়ারা বেগমের মেয়ে নাজমা আক্তার তার মাকে মাদারীপুরে তার স্বামীর বাড়িতে নিয়ে যায়। ঐ দিনই মাদারীপুর সদর হাসপাতালে করোনার টেস্ট করালে তার করোনা পজেটিভ আসে। শারীরিকভাবে অসুস্থ্য থাকলে সেদিনই তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে।
নিহতের আত্মীয় মো. বজলুর রহমান জানান,‘হাসপাতালে ভর্তি করার পর গত দুইদিন ধরে শ্বাসকষ্ট বেড়ে যায়। অক্সিজেন দেয়া হয়। কিন্তু শনিবার সকালে তিনি মারা যান।’
Leave a Reply