চান্দেরচর ব্যুরো, শিবচরনিউজ২৪
শিবচরে ইজিবাইকের চাকার সাথে গলার ওড়ান পেচিয়ে সালমা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যৃ হয়েছে।
শনিবার (৭ নভেম্বর)সন্ধ্যা ৭টায় শিবচর উপজেলার ভদ্রাসন বাজার এলাকায়
এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত সালমা বেগম শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডেবা গ্রামের সালাম হাওলাদারের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে জাজিরা উপজেলার নাওডোবা থেকে শিবচরের ভদ্রাসন এলাকায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয় সালমা বেগম। সন্ধ্যায় ভদ্রাসন বাজারের কাছে এলে অসাবধানতাবশত সালমা বেগমের গলার ওড়না ইজিবাইকের চাকার সাথে পেচিয়ে তার গলায় আটকে যায়।এতে মূর্হূতের মধ্যেই সালমা বেগম মাটিতে লুটিয়ে পরে।পরে স্থানীয়রা তাৎক্ষনিক সালমা বেগমকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শশাংক ঘোষ জানান,রাত সাড়ে ৭টার দিকে ররোগীটিকে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply