ডেস্ক রিপোর্টঃ
শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশ্রয়’ এর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এতিমখানার একশত এতিম ও হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার(২৬ ডিসেম্বর) সকালে উপজেলার উৎরাইল নয়াবাজারস্থ সংগঠনটির অফিসে এ শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার মাদরাসা কাম এতিমখানার শিশুদের মাঝে একশত পিচ কম্বল বিতরণ করে সংগঠনটি। সকাল দশটার দিকে সংগঠনের অফিসে আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান। এসময় মাদ্রাসার এতিমখানায় থেকে লেখাপড়া করা এতিম ও হতদরিদ্র পরিবারের শিশুদের প্রত্যেককে একটি করে কম্বল, বিস্কিট ও যাতায়াত খরচ প্রদান করা হয়।
শিশুদের সাথে আসা মাদরাসার শিক্ষকেরা বলেন,’অনুদান হিসেবে যে কম্বল শিশুদের দিয়েছে তা অত্যান্ত মান সম্মত। শীত নিবারণযোগ্য। আসলে এরকম মানের কম্বল দান করার ক্ষেত্রে কাউকে দিতে দেখি না। শিশুরা ঘুমানোর পাশাপাশি গায়ে জড়িয়ে লেখাপড়া করতে পারবে।’
আশ্রয়ের পরিচালনা পরিষদের সদস্যরা জানান,’ভালো কাজ করার মানসিকতা নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনটি দাঁড় করানো হয়েছে। নিঃস্বার্থ ভাবে সামাজিক কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রতিষ্ঠানটির পরিচালনার সদস্য ছাড়াও অনেক ব্যক্তি রয়েছেন, যারা এই শীতবস্ত্র বিতরণ ফান্ডে অর্থ সহায়তা করেছেন। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে সঠিকস্থানে ‘দান’ পৌছে দেয়া হয় বিধায় বিভিন্ন সময়ে শুভাকাঙ্খীরা সহায়তা করেন’
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ফররুখ হাওলাদার, সহিদুজ্জামান সোহেল, ইমতিয়াজ আহমেদ, জাহিদুল ইসলাম, তাজুল ইসলাম, চয়ন হাওলাদার, সোহেল হাওলাদার ও রাসেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply