শিবচরনিউজ২৪ ডেস্ক
শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৩ শতফুট ড্রেজারের পাইপ ও মেশিন ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদ্জ্জামানের এবং সহকারী কমিশনার এম রাকিবুল হাসানের নেতৃত্বে শিবচরের দত্তপাড়া, পাচ্চর, উমেদপুর,দ্বিতীয়খন্ড, কাদিরপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এসময় কাদিরপুর এলাকার রাজিব বেপারীর মালিকানাধীন একটি ড্রেজারের ৩০০ ফুট পাইপ ও একটি মেশিন নষ্ট করে দেওয়া হয়।
এসময় জেলা ভুমি অফিসের সহকারী কবির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী ভুমি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নদী থেকে কেউ অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে পারবে না। আমাদের এ অভিযান আগামীতে আরো অব্যহত থাকবে।
Leave a Reply