ডেস্ক রিপোর্টঃ
প্রথম ধাপে অনুষ্ঠিত শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ চেয়ারম্যান প্রার্থীসহ ২৮ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বুধবার (২৪ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
প্রত্যাহারকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেনঃ
দত্তপাড়াঃ
শিরিন আক্তার চৌধুরী ও এস এম মাহবুবুল আলম
দ্বিতীয়খন্ডঃ হাবিবুর রহমান
কুতুবপুরঃ মাসুদুর রহমান ও মোসারেফ হোসেন
পাচ্চরঃ এনায়েত হোসেন ও ইমরান হোসেন
শিবচরঃ মোঃ মোসারফ মোল্লা
বাশকান্দিঃ আলমগীর মোল্লা, মাহববুর রহমান আসমত,মোস্তাফিজুর রহমান নাসীর ও সাইদ আহম্মেদ
অন্যদিকে প্রত্যাহারকৃত সংরক্ষিত সদস্যরা হলেনঃ
মাদবরেরচরঃ রিনা আক্তার (২)
কুতুবপুরঃ মোসা.রেসমা আক্তার(১)
বহেরাতলা উত্তরঃ রোজিনা আক্তার(১)
প্রত্যাহারকৃত সাধারন সদস্যরা হলেনঃ
পাচ্চরঃ হাফিজুর রহমান(১)
মাদবরেরচরঃ মোঃ জলিল হওলাদার(৩)
কাদিরপুরঃ বাচ্চু মিয়া(১)
দত্তপাড়াঃ হায়দার আলী(৫),বেলায়েত(৬)
বহেরাতলা উত্তরঃ কামরুল হাসান(৭)
বাশকান্দিঃ বাবুল মিয়া (৭),মাসুমা খানম (৬),রফিক (৯),জাকির হোসেন(৯),আবুল মাতুব্বর (৯)
শিরুয়াইলঃ জাকির হোসেন(১)
নিলখীঃ লিটন ফকির(৫)
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।আগামী ২৫ তারিখ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।এর মধ্যে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের কথা রয়েছে।
Leave a Reply