রাজৈর করেসপন্ডেন্ট, শিবচরনিুজ২৪.কম
মাদারীপুরের রাজৈরে জমিতে পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরনে লাভলু হাওলাদার (৩৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বেলা পৌনে ১১ দূর্ঘটনাটি ঘটে। এসময় আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সে ওই এলাকার মৃত তৈয়বালী হাওলাদারের ছেলে।
এলাকাবাসীর সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পূর্ব শাখারপাড় এলাকায় নিজের কলাবাগান পরিস্কার করছিলেন কৃষক লাভলু হাওলাদার।এসময় কোদাল দিয়ে মাটি তুলে তিনি কলাগাছের গোঁড়ায় দিচ্ছিলেন।এসময় মাটি দেয়ার এক পর্যায়ে হঠাৎ করেই বিস্ফোরন হলে তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গেই কৃষককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে বিস্ফোরিত বেশ কয়েকটি ককটেলের খোসা উদ্ধার করে ।
মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার পরিকল্পনায় দুর্বৃত্তরা নিরাপদ মনে করে জমিতে লুকিয়ে রাখে এই ককটেল। যা জর্দার কৌটায় লাল স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিলো। এদিকে এই ঘটনায় অভিযুক্তদের ধরতে কাজ শুরু করেছে পুলিশের একাধিক দল।’
Leave a Reply