ডেস্ক রিপোর্ট:
শিবচরের কৃতি সন্তান জেরিন মমতাজ চৌধুরী, যিনি বাংলাদেশের খ্যাতনামা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এ প্রভাষক হিসেবে কর্মরত, সম্প্রতি ইউনিভার্সিটি অব কেমব্রিজ, যুক্তরাজ্যে-এ অনুষ্ঠিত একটি তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। এই সম্মেলনটি আয়োজন করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অ্যাকাডেমিক ইভেন্ট অর্গানাইজার অ্যাকাভেন্ট। সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি তাঁর কর্মস্থল বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ কনফারেন্স গ্রান্ট-এর মাধ্যমে পূর্ণ সহযোগিতা লাভ করেন।মঙ্গলবার তিনি এ সফর শুরু করেন। সম্মেলন শেষে তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
জানা যায়, জেরিন মমতাজ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি ইউনিভার্সিটি অব নটিংহ্যাম থেকে ব্যবসা ও ব্যবস্থাপনায় ডিস্টিংকশন সহ তাঁর দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেছেন। ঢাকার শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন- BRAC University, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৬ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি মালয়েশিয়ায় আফগান শরণার্থী শিশুদের নিয়ে কাজ করেছেন।
তাঁর গবেষণার বিষয় ছিল: “কিভাবে বিশ্ববিদ্যালয়সমূহ প্রযুক্তির সহায়তায় নারী শিক্ষকদের কর্ম-জীবন ভারসাম্য নিশ্চিত করতে পারে: ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর উপর একটি বাস্তবভিত্তিক গবেষণা”। এই গবেষণায় তিনি নারী শিক্ষকদের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জ এবং তা উত্তরণের সুপারিশ তুলে ধরেন।
তাঁর গবেষণার আগ্রহ মূলত বাস্তব জীবনের নানা সামাজিক সমস্যাকে ঘিরে, যার জন্য তিনি ইউনিভার্সিটি অব নটিংহ্যাম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গবেষণা অনুদান ও সম্মাননা লাভ করেছেন।
শিবচরের সন্তান হিসেবে তিনি তাঁর জন্মস্থানের নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও মানসিক সুস্থতায় অবদান রাখতে চান এবং তাঁর পিতা, মাহাবুবুর রহমান চৌধুরী—শিবচর, মাদারীপুরের একজন সুপরিচিত ব্যক্তিত্ব—এর নামকে আরও উজ্জ্বল করতে দৃঢ় প্রতিজ্ঞ।