শিবচরনিউজ২৪ ডেস্কঃ
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে আজ (২১ জুলাই) মঙ্গলবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ শুরু হচ্ছে। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। মৎস্য সপ্তাহ উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করেছে শিবচর উপজেলা মৎস্য অফিস।
প্রথম দিন ২১/৭/২০ তারিখে ব্যানর, ফেস্টুন, পোস্টার সহ মাইকে ব্যপকভাবে প্রচার।
২য় দিন অর্থাৎ (২২ জুলাই) বর্তমান সরকারের মৎস্য সেক্টরের অগ্রগতির প্রমান্য চিত্র প্রদর্শন ৭১ মোড়ে।
৩য় দিন মাছে ফরমালিন বিরোধী অভিযান ও কারেন্ট জাল নিধন মোবাইল কোর্ট পরিচালনা।
৪ র্থ দিন ১ টি মৎস্য গ্রামে বিশেষ সেবা দিবস এদিনে চাষিদের পুকুরে পানি মাটির গুনাগুন পরীক্ষা ও মাছের স্বাস্থ্য পরীক্ষা।
৫ম দিন পাচ্চর মাছ বাজারে প্রামান্য চিত্র প্রদর্শন।
৬ ষ্ট দিন উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও চাষিদের মাঝে মাছ চাষের উপকরণ/ জাল ইত্যাদি বিতরন।
৭ ম দিন জেলা প্রশাসক মহোদয়ের সাথে জেলা মৎস্য কর্মকর্তা ও জেলার সকল উপজেলা কর্মকর্তা গণদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭ দিনের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা।
এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে গত ২ দিন ধরে উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়।
Leave a Reply