শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ
মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই- আলম চৌধুরী এমপি।
মিয়াজ উদ্দিন খান ২৩ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
শোকবার্তায় চীফ হুইপ বলেন মিয়াজ উদ্দিন খানের মৃত্যু মাদারীপুরের জন্য এক অপূরণীয় ক্ষতি। এই বীর মুক্তিযোদ্ধাকে তার সাহসিকতা এবং বীরত্বের জন্য জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শোকবার্তায় চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply