আতিকুর রহমান আজাদ,
স্টাফ করেসপন্ডেন্টঃ
মাদারীপরের কালকিনি উপজেলার ডাসারে সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির ১০টাকা কেজি দরের ১৫ বস্তা চাল উদ্ধার করেছেন এসব চাল আত্মসাতে জড়িত থাকায় উত্তম বিশ্বাস নামের একজন ইউপি সদস্যকে আটক করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে ইউপি সদস্যকে তার নিজ বাড়ী নবগ্রাম থেকে আটক করে ডাসার থানা পুলিশ।
এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য উত্তম বিশ্বাস সরকারি ১০টাকা কেজি দরের ১৫ বস্তা চাল আত্মসাতের জন্য তার নিজের লোকজনের বাড়িতে নিয়ে রাখে। এঘটনায় এলাকাবাসী পুলিশকে খবর দিলে ডাসার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ইউপি সদস্য উত্তম বিশ্বাসকে আটক করে। পরে তার দেয়া তথ্যমত একই এলাকার উত্তর শশিকর গ্রামের স্বপন বাড়ৈর বাড়ি থেকে ৮বস্তা, উত্তর চলবল গ্রামের প্রকাশ বাড়ৈর বাড়ি থেকে ৩ বস্তা ও উত্তম সরকারের বাড়ি থেকে ৪ বস্তা চাল উদ্ধার করা হয়।
নবগ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বিভূতী ভূষন বাড়ৈ বলেন, আমি এ ঘটনা জানতে পেরে থানা পুলিশের সহযোগীতা নিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।
ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব জানান, এলাকাবাসী খবর দিলে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য উত্তম বিশ্বাসকে আটক করি। পরে তার দেয়া তথ্য মত তিনটি বাড়ি থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করেছি।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে খবর দিয়ে সেবা নিন।
Leave a Reply