মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ শত ৮১ জন।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৮৪ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।এসব নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে মাদারীপুর সদর উপজেলায় ২৫ জন,কালকিনি উপজেলায় ১ জন,রাজৈর উপজেলায় ১ জন ও শিবচর উপজেলায় ৪ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৩৫৮ টি।এর মধ্য জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯শত ৮১ । আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৭ শত ০১ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের মধ্য বিভিন্ন হাসপাতালে ৮ জন ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ২ শত ৪৮ জন। আর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।
মাদারীপুর সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার করোনা প্রতিরোধের প্রথম হাতিয়ার হলেও জনসাধারণের মধ্য এর অনীহা রয়েছে। সকলকেই এই মনোভাব পরিবর্তন করতে হবে। প্রয়োজন ছাড়া তিনি সকলকে বাহিরে না যেতে অনুরোধ করেন’
Leave a Reply