ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪
মাদারীপুরে দুই চিকিৎসকসহ ১৫ (জুলাই) নতুন আরো ৬২জনের শরীরে করোনাভাইরস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২৭জন, রাজৈরে একজন চিকিৎসকসহ ১০জন, কালকিনি উপজেলায় ১২জন এবং শিবচর উপজেলায় একজন চিকিৎসকসহ ১৩জন। এ নিয়ে বুধবার বিকেলে পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১হাজার ৩৯ জনে।
এছাড়া গত ২৪ ঘন্টায় ১১জনসহ মোট সুস্থ হয়েছেন ৬৭০ জন। তবে মোট মৃত্যুবরণ করেছেন ১৫জন।
মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায় গত ১১ ও ১২ জুলাই সংগৃহীত নমুনার ১৮২জনের ফলাফল (বুধবার) আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৬২জনের করোনাভাইরাস পজেটিভ এবং বাকীগুলোর নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা-সদর উপজেলায় ৩৯৮, রাজৈরে ২৯৭, কালকিনি উপজেলায় ১৮৩ এবং শিবচর উপজেলায় ১৬১জন। গত ২৪ ঘন্টায় ১৫৯টিসহ ৬হাজার ৯১৫টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নতুন ১৮২টিসহ ৬হাজার ৭৫৬টির ফলাফল পাওয়া গেছে। বর্তমানে ২৯২জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন শনাক্ত ৬২জনকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply