ডেস্ক রিপোর্টঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী শিবচর উপজেলার ১৩ টি ইউনিয়নের নির্বাচনের আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শিবচর বাজারের প্রায় হোটেলগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ করা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,আগামী ১১ এপ্রিল শিবচর উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনের আজ চেয়ারম্যান পদ প্রার্থীদের নির্বাচনের ফর্ম জমা দেওয়ার শেষ দিন।তাই সকল প্রার্থীর সাথে কমপক্ষে ৫ জন করে লোকজন শিবচর বাজারে আসেন এতে শিবচর বাজারে অধিক সংখ্যক লোকজন জড়ো হওয়ার কারনে বাজারের হোটেল ও রেষ্টুরেন্টে গুলোতে অতিরিক্ত ভীড় লক্ষ করা যায়।
ঢাকা থেকে আগত ভাই ভাই হোটেলের খাবারের অপেক্ষায় থাকা মিজানুর রহমান নামে একজন বলে, আজ শিবচরের প্রায় হোটেলগুলোতে ভীড় দেখা যাচ্ছে।এমন ভীড় কখনো দেখিনি।প্রায় ৩০ মিনিট সামনে দাঁড়িয়ে থেকে এখন বসতে পেরেছি খাবারের জন্য।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার এক ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী বলেন,’ আমার সাথে আমার নেতা কর্মীরা মনোনয়ন পত্র জমা দিতে আসার কারনে তাদেরকে দুপুরে খাওয়াতে হয়। এতে আমি তাদের সকলকে নির্দিষ্ট একটি হোটেলে দুপুরের খাবার বাবদ প্রায় ৩৪ হাজার টাকা দিতে হয়েছে’
শিবচর বাজারের রিফাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক ফরহাদ হোসেন বলেন,’প্রতিদিন আমরা ৩০ থেকে ৩৫ হাজার টাকা সেল করি।তবে কোন কোন দিন এর একটু কমও হয়। আজ তার চেয়ে ১৫ হাজার টাকার মত বেশী বিক্রি হয়েছে’
এদিকে আজ দুপুর থেকে বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা না করে অতিরিক্ত জনসমাগম করে মনোনয়নপত্র জমা দিতে আসেন ।এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার( ভুমি) এম রকিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৬ জন চেয়ারম্যান প্রার্থীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।
Leave a Reply