আবু তালিব হোসাইন মিঠু,নাপলী থেকেঃ
বন্দর নগরী নাপলীর সানজেন্নারু হাওলাদার রেস্তোরা তে বৃহত্তম ফরিদপুর ঐক্য পরিষদ গঠনের লক্ষে এক বিশাল আলেচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সময় শনিবার রাত ৯টায় সভা শুরু হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল কাশেম মিয়া। এর পর ধারাবাহিক ভাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাদারিপুর,শরীয়তপুর,গোপালগন্জ ও ফরিদপুর এর বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, কমিউনিটি ব্যক্তিত্ত সাইদ আহম্মদ নাদিম বেপারি,মিজানুর রহমান বাচ্চু,মোঃ ফরহাদ সিপাই,লিয়াকত হোসেন, শেখ জাহাঙ্গীর আলম,কাজী আল আমিন, কুদ্দুস হাওলাদার, হুমায়ন কবির, তুসার হাওলাদার ,জাহাঙ্গীর মুন্সি, আবুল কালাম ঢালি, রাশেদুজ্জামান মোড়ল,মন্জুর হোসেন, মামুন চৌধুরী, মামুন সর্দার, মালেক পালোয়ান, আবুল কালাম, জাহাঙ্গীর ফরাজি, ফেরদৌস উকিল, রফিক বেপারি,মোশারফ খলিফা, রাসেল ভূইয়া সহ বৃহত্তম ফরিদপুরের অসংখ্যা কৃতি সন্তান সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন বৃহত্তম ফরিদপুর ঐক্য পরিষদ গঠন করে আগামি প্রজন্মর জন্য ভালো কিছু রেখে যেতে হবে তাদের শিক্ষার জন্য স্কুল,মসজিদ ও মাদ্রাসার সু-ব্যবস্থা করা হবে এবং বৃহত্তম ফরিদপুরের সন্তানরা সকল রাজনৈতিক ও ব্যাক্তিগত ভেদাভেদ ভুলে যাতে সবাই ঐক্যবদ্ব ভাবে থাকতে পারি সে লক্ষেই এ সংগঠন গড়ে তোলা হবে উক্ত সভায় কাজী আল- আমিন মিয়া কে প্রধান আহবায়ক করে নয় সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয় যুগ্ন-আহ্বায়ক শেখ জাহাঙ্গীর আলম, লিয়াকত হোসেন, আবুল কালাম,রাশেদুজ্জামমান মোড়ল, তুষার হাওলাদার, সদস্য সচিব হুমায়ন কবির ও সদস্য আবুল কাশেম মিয়া ও জাহাঙ্গীর ফরাজি। পরিশেষে নৈজভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply