কাদিরপুর করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কমঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে শিবচর উপজেলায় বিশেষ মৎস্য সেবা দিবসের আয়োজন করা হয়।
সোমবার (৮ জুন) বিকেলে শিবচর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে এ বিশেষ মৎস্য সেবা দিবসের আয়োজন করা হয়।
সেবা দিবসের বিশেষত্ব ছিল সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, শিবচর এর আয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে কিটবক্স এর মাধ্যমে মাছ চাষিদের পুকুরের পানি ও মাটি পরীক্ষা ও পরামর্শ প্রদান। এসময় এলাকার ৭০ জন চাষির পুকুরের পানি – মাটি পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।
কাদিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান।ব
অনুষ্ঠানে আরো উপস্থিথ ছিলেন
শিবচর উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের ক্ষেত্র সহকারী এস এম সিরাজুল ইসলাম, আবু সায়ীদসহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্য চাষীরা।
Leave a Reply