মোঃ শিহাবউদ্দিন,শিবচর করেসপন্ডেন্ট:
করোনাভাইরাস সচেতনতায় শিবচর উপজেলার পদ্মার চরে সচেতনতার আলো’ পৌছে “দেশ”
শুক্রবার (১৯ জুন) স্বেচ্ছাসেবী টিম লিডার শাহজালাল ও রাজীব হাং এর নেতৃত্বে ১০ জন স্বেচ্ছাসেবক দের নিয়ে চরজানাজাত ইউনিয়নের সামাদ খায়ের বাজারে সচেতনতার বার্তা দেন।যাদের মাস্ক নেই তাদের মাস্ক বিতরণ করেন।
জানা যায় চরাঞ্চলের বাজারের বেশিরভাগ দোকানে নেই কোনো হ্যান্ড স্যানিটাইজার, নেই কোনো কাস্টমারদের দূরত্ব নিশ্চিত। যার কারনে মানুষের মাঝে সচেতনতার প্রচুর অভাব রয়েছে। তাই দেশ সংগঠনের স্বেচ্ছাসেবীরা এসে তাদের দূরত্ব নিশ্চিত করার, মাস্ক পড়ার অনুরোধ জানিয়ে কাজ ছাড়া বাজারে না আসতে অনুরোধ করেন।এছাড়া প্রত্যেক দোকানে হ্যান্ড স্যানিটাইজার রাখার অনুরোধ জানানো হয়।
এলাকাবাসী সচেতনতার বার্তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে মাস্ক পড়েন ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে সামাজিক দূরত্ব নিশ্চিত করেন।
এসময় দেশ (DESH) সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, এস.এম.দেলোয়ার হোসাইন, টিম সমন্বয়ক
শাহজালাল, টিম লিডার-১-রাজিব, টিম লিডার-২,স্বেচ্ছাসেবীআ: রহিম, সিহাব, শাহজালাল, আল আমিন, এনামুল হক, সজিব,সাসুল আলম, আল মামুন।
উল্লেখ যে, দেশ(DESH) সংগঠন দীর্ঘ ১১ বছর ধরেই হাত ধোঁয়ার সচেতন করে আসছেন ” স্কুল হেলথ এডুকেশন প্রোগ্রাম” নামে। যা ইতোমধ্যে হাজার হাজার শিক্ষার্থী সচেতনতার বার্তা পেয়ে আসছেন। বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার জন্য শিবচর উপজেলার ১২ টি ইউনিয়নে ১৫০ জন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে।
Leave a Reply