খালিদ জিহাদ খান,উপজেলা করেসপন্ডেন্টঃ
শিবচর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের সংবর্ধনা ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
রবিবার (২৮ মার্চ) সকাল ১০ টা থেকে প্রায় তিন ঘন্টা ব্যাপী স্থানীয় চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ মোল্লা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা
শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা.মো সেলিম ও শিবচর পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন খান তোতা।
প্রধান অতিথি হিসেবে আবদুল লতিফ মোল্লা বলেন,’আমি এ পৌরসভার একসময় নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। দুই বারই আমি জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলাম।আমি আশা করি আজ আপনার নির্বাচিত হয়ে এ পৌরসভার দায়িত্ব নিচ্ছেন, জনগনের পাশে থাকবেন।পৌরসভার উন্নয়নে কাজ করবেন।সবাই সকলকে সমান দৃষ্টিতে দেখবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও যুদ্ধকালীন সাত থানা এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান, শিবচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ হোসেন, পৌরসভার সাবেক ও বর্তমান কাউন্সিলবৃন্দ।
উল্লেখ ৫ম ধাপে গত ২৮ ফেব্রুয়ারী শিবচর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ও গত ২২ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শিবচর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়
Leave a Reply