1. : deleted-e5fzDXca :
  2. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  3. jmitsolutionbd@gmail.com : jmmasud :
  4. : wp_update-1720111722 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :

দাদা ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনের প্রচারনা শুরু করলেন বহেরাতলা দঃ ইউনিয়নের প্রার্থী বারী উকিল-shibcharnews24

  • প্রকাশিত : সোমবার, ১৫ মার্চ, ২০২১, ১১.৫৪ পিএম
  • ৭৩৩ জন সংবাদটি পড়েছেন।

বহেরাতলা ব্যুরো,শিবচরনিউজ২৪ঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরীর বাবা, সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর কবর জিয়ারতের মাধ্যমে শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী,সাবেক সরকারী কর্মকর্তা, আলহাজ আব্দুল বারী উকিল এর নির্বাচনী কার্য্যক্রম শুরু করেন।

সোমবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার দত্তপাড়া গ্রামে শতশত নেতাকর্মী নিয়ে তিনি
মরহুম দাদাভাইয়ের কবরে পুস্পস্তবক অর্পন ও দোয়া পাঠের মাধ্যমে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকলের দোয়া কামনা করেন।

পরে তিনি বহেরাতলা দক্ষিন ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জনসাধারণের কাছে দোয়া ও ভালবাসা কামনা করেন।

কুশল বিনিময়কালে তিনি বলেন, আমি আপনাদের ছেলে। এই এলাকাতেই আমার জন্ম থেকে বেড়ে উঠা। ইতমধ্য আমার চাচা আপনাদের পাশে ছিলেন,তিনি আপনাদের সেবা করে গেছেন।করোনা মহামারীসহ যেকোন বিপদ আপদে আমি ও আমাদের ভাই ব্রাদারেরা আপনাদের পাশে ছিলাম।আপনাদের শাসন-বারণ, আদর-স্নেহ ও ভালবাসা পেয়ে আজ এতোদূর এসেছি।তাই ভবিষতেও আপনাদের দোয়া ও ভালাবাসা নিয়ে আপনাদের সেবা করতে চাই।

কুশল বিনিময়কালে নিজ এলাকা ইউনিয়নের সরকারেরচর,লপ্ত সরকারেরচর,বহেরাতলাসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লী ও নানা শ্রেণী পেশার লোকজন তার সাথে ছিলেন।

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল ১ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।এর মধ্য উপজেলার কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2022
Don`t copy text!