কালকিনি করেসপন্ডেন্টঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে।তবে (সকাল ১০ টা এ রিপোর্ট লেখা পর্যন্ত) কোন কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোট গ্রহন।
নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে।এই প্রথম ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে মোট ভোটার ৩৩৩০৭। পুরুষ ভোটার ১৬৮৬৬ ও নারী ভোটার ১৬৩৩১।মোট ভোট কেন্দ্র ১৮টি ও ভোট কক্ষের সংখ্যা ১০০টি।
নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিন্তা করছেন।
সংস্লিষ্ট সুত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ছিল নির্বাচনের নির্ধারিত তারিখ। দফায় দফায় সংর্ঘষ ও পুলিশ কর্তৃক স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজকে তুলে নেয়ার ঘটনাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ১২ ফেব্রুয়ারী নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ৩১ মার্চ স্থগিত হওয়া নির্বাচন পুনঃনির্ধারন করা হয়েছে।
নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এস.এম হানিফ, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো: কামাল হোসেন বেপারী, স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ, আওয়ামীলীগের বিদ্রোহী চামচ প্রতীকের মেয়র প্রার্থী সোহেল রানা মিঠু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মো: লুৎফর রহমান ও হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুবেল রানা।তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বিএনপি দলীয় প্রার্থী ইতোমধ্যেই প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
কালকিনি পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা মো: বদরুদ্দিন জানান, ‘সকাল ৮ টা থেকে নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে।এখন পর্যন্ত কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি’
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ‘আমরা সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্যে সব ধরণের প্রস্তুতি শেষ করেছি।আজ সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। আশা রাখি সকলের সহযোগীতায় সুষ্ঠ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
Leave a Reply