মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন
মাদারীপুরের কালকিনিতে ছালাম মৃধা(৫০) নামে এক টিন ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সকালে নীজ বাড়ি থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী উপজেলার শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের ইসমাইল মৃধার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, ব্যবসায়ী ছালাম মৃধা দীর্ঘদিন ধরে মিয়ারহাট বাজারে টিনের আরত দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু শনিবার রাতের খাবার খেয়ে তার নিজ ঘরের ভিন্ন একটি রুমে একা তারাতারি ঘুমিয়ে পড়েন। তার স্ত্রী আজমিন বেগম তার ছোট সন্তান নিয়ে আলাদা রুমে ঘুমান। স্ত্রী আজমিন ভোরে ঘুম ভেঙ্গে দেখতে পান তার স্বামী ছালামের লাশ রুমে একা পড়ে রয়েছে। এবং স্টিলের আলমিরা ভাঙ্গা। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশের নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
নিহতের স্ত্রী আজমিন বেগম বলেন, আমি আমার স্বামী রুমে গিয়ে দেখি দরজা খোলা অবস্থায় লাশ রুমের মেঝেতে পড়ে আছে এবং আলমারী ভাঙ্গা। আমার স্বামীর ব্যবহৃত একটি মোবাইল, আমার ৫টি স্বর্নের আংটি, ৩ জোরা স্বর্নের হাতের বালা ও ৫ জোড়া কানের দুল আলমিরাতে নেই। আমার মনে হচ্ছে আমার স্বামীকে বালিশ চাঁপা দিয়ে খুন করে জিনিপত্রগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে নিহতের লাশ আমরা উদ্ধার করেছি। ময়না তদন্তের পর বলা যাবে ছালামের কিভাবে মৃত্যু হয়েছে।
Leave a Reply