কালকিনি করেসপন্ডেন্ট
মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪জন সমর্থক আহত হয়েছেন।
শুক্রবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার দক্ষিন জোনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাগর শিকদার (২০), এমদাদ বেপারী (২৩), রশিদ সরদার (৬৫)।
তবে বাকি একজনের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি পৌর এলাকার দক্ষিন জোনারদন্দী এলাকায় গাছে টানানো স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর চামচ প্রতিকের পোস্টার ছিঁড়ে ফেলে নৌকার প্রার্থী এসএম হানিফের কর্মীরা। এরই প্রতিবাদ করলে নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর ৪জন সমর্থক আহত হয়।
তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রাত আটটারদিকে আহতদের মধ্যে এমদাদ বেপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক।
এসময় হাসপাতালে আহতদের দেখতে গেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুকে অবরুদ্ধ করে রাখে নৌকার পক্ষের সমর্থকরা।
পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশ গিয়ে মিঠুকে উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply