ডেস্ক রিপোর্টঃ
দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পাওয়ায় শিবচর থানা পুলিশের পক্ষে উপজেলার বিভিন্ন স্থানে করোনার সচেতনতা কার্যক্রম ও মাক্স বিতরন করা হয়।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে শিবচর থানা ওসি মোঃ মিরাজ হোসেন নেতৃত্বে বাংলা বাজার ঘাট এলাকায় ও স্বাস্থ্য বিধি মেনে চলা সহ সচেতনাতা মুলক প্রচার-প্রচারনা চালায় পুলিশ। এসময় যাত্রী বাহি পরিবহণ গুলোতে স্বাস্থ্য বিধি মেনে ধারণ ক্ষমতার চেয়ে অর্ধের যাত্রী নেয়ার বিষয়েও পরামর্শ দেন।পরে শিবচর থানা জামে মসজিদেও প্রচারনাসহ করোনা প্রতিরোধে সচেতনামূলক বক্তব্য রাখেন তিনি।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক ব্যবহার না করেই চলাচল করায় কয়েকদিন যাবত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আমরা এসপি স্যারের নির্দেশে সাধারণ মানুষদের সচেতন করছি।এছাড়াও জনগণকে সচেতন করতে মাইকিং করেছি। মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছি। যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করছি ও কিছু মাস্ক বিতরণ করছি।
এসময় উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজিব হাওলাদারসহ শিবচর থানা পুলিশের সদস্যরা।
Leave a Reply