মানুষে মধ্যে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করায় এর প্রভাব পছেছে মাদারীপুরের শিবচর বাজারে।তাই শুক্রবার সকাল থেকেই নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতিত বন্ধ রয়েছে বেশিরভাগ দোকান পাট।
জানা যায়,গতকাল (১৯ মার্চ)বিকেলে শিবচর উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধে জরুরী মতবিনিময় সভায় সন্ধ্যা থেকে ওষুধের দোকান, চাউলের দোকান, মুদি দোকান, মাছ-মাংস, তরকারি ও ফলের দোকান ছাড়া অন্য সব দোকানপাট বিভিন্ন সভা সমাবেশ, ধর্মীয়, বিবাহ অনুষ্ঠান পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকার নির্দেশ দেয়া হয়।এ নিষেদাজ্ঞা জারির পর থেকেই দেশ বিদেশের বিভিন্ন গনমাধ্যমে এমন সংবাদ ছড়িয়ে পড়লে মানুষ মাঝে একটি অস্থিরতা বিরাজ করে। প্রভাব পড়তে থাকে শিবচর বাজারের উপর।তখন থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় ভিড় পড়ে যায় স্থানীয় বাজারগুলোতে।
তবে বৃহস্পতিবার রাতেই শিবচর উপজেলা প্রশাসন ফের এই নির্দেশনা সংশোধন করেছেন।
উপজেলা প্রশাসনের মতে, শিবচরে নিশ্চিত করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার শংকায় শিবচর পৌরসভার ২ টি ওয়ার্ড, পাঁচ্চর ইউনিয়নের ১ টি গ্রাম ও দক্ষিন বহেরাতলা ইউনিয়নের ১ টি গ্রামে কনটেইনমেন্ট ঘোষনা করা হয়েছে। এসকল এলাকার মানুষদের চলাচল সীমিত করা হয়েছে।
তবে শুক্রবার সকালে থেকে শিবচর পৌর বাজারে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। বাজারের ৭১ সড়কে প্রায় সকল দোকানপাট বন্ধ রয়েছে।ফার্মেসী ও হোটেলগুলো খোলা রয়েছে। এদিকে বাজারের চকবাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দোকান গুলোতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে।মাছ মাংসের দাম স্থীতিশীল থাকলেও কাঁচাবাজারর দাম উর্দ্বমূখী বলে জানান কয়েকজন ক্রেতা। এদিকে দূরপাল্লার গণপরিবহনগুলো বন্ধ রয়েছে। তবে ছোট যানবাহনগুলো চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,আমরা করোনা ভাইরাস যাতে মানুষের মধ্য না ছড়ায় এ বিষয়ে মানুকে সচেতন করছি।তাছাড়া যারা এখানে বিদেশ থেকে এসেছে তাদের আমরা হোম করেন্টাইনে থাকতে বলছি।তাছাড়াও আমারা বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের বলছি তারা যেন আজ জুমা নামাজের সময় সকলকে এ বিষয়ে সচেতন করেন।
তিনি আরো বলেন যে আজ সকাল থেকেই আমরা দেখছি যে মানুষ তাদের প্রয়োজন ছাড়া বের হচ্ছে।আসলে এটি একটি পজেটিব দিক।আমরা মানুকে নিরুশ্বাহিত করছি যে তারা যেন প্রয়োজন ছাড়া বাহিরে বের না হন। তাছাড়া আমাদের উপরের নির্দ্দেশে লোকজন সমাগম হয় এমন যানবাহন গুলো বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply