শিবচর নিউজ২৪ ডেস্কঃ
করোনায় শিবচরে এক চিকিৎসকসহ (১৫ জুলাই) নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছে।আর এইনিয়ে শিবচরে মোট আক্রান্তের সংখ্যা ১শ ৬১
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ঢাকায় পাঠানো গত ১১ জুলাই ১৪ জনের ও ১২ জুলাই ৭ জনের পাঠানো রিপোর্ট বুধবার (১৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। এতে নতুন করে ১৩ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ চিকিৎসক, তার ২ সন্তান, ও তার গৃহ পরিচারিকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত ২ স্বাস্থ্য কর্মী,বেসরকারী সংস্থা (আশা)র পাচ্চর ব্রাঞ্চের ২ কর্মী,দত্তপাড়া এলাকায় ১, বহেরাতলা এলাকায় ১,পৌরসভার ১, কাদিরপুরে ১ ও সন্ন্যাসীরচর এলাকায় ১ জনসহ মোট ১৩ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।তাদের আইসোলেশনে নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা স্বাস্থ বিভাগ আরো জানান, আজ ৩ জন নিয়ে এ পর্যন্ত শিবচরে ১ শ ৬১ জন করোনায় আক্রান্ত হলো এদের মধ্য ৭ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply