স্টাফ করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪.কম:
করোনা আতঙ্কে আজ প্রায় পুরো বিশ্ব কম্পিত। বিশ্বের অনেক উন্নত দেশ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যর্থ। বিশ্ব অর্থনীতি যখন হুমকির মুখে সেখানে বাংলাদেশের অবস্থা আরও নাজেহাল। বাংলাদেশের মত স্বল্প আয়ের একটি দেশে যেখানে অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ হয় প্রতিদিনের আয়ের উপর সেখানে অঘোষিত লক ডাউনের মত পরিস্থিতিতে দেশে মিলছে দূর্ভিক্ষ সৃষ্টির আভাস। এদেশের জনসংখার বড় একটা অংশ শ্রমিক কিংবা দিনমজুর শ্রেনীর। করোনা ভাইরাসের কারনে সরকারী নির্দেশে বন্ধ সরকারী বেসরকারী সকল প্রতিষ্ঠান ,বন্ধ হাট বাজার। রাস্তাঘাটে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন থাকায় জীবন হয়ে গেছে গৃহবন্দী ও স্থবির। সেই সাথে বন্দী হয়ে গেছে অনেক মানুষের সারাদিনের পরিশ্রমে অর্জিত রুটিরুজির পথ। এমন পরিস্থিতিতে অনাহারে দিন কাটাতে হচ্ছে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষকে।
এই চরম দুর্ভোগের দিনে এসব মানুষের পাশে স্বেচ্ছায় দাড়িয়েছে ঐতিহ্যবাহী শিবচর নন্দকুমার ইনষ্টিটিউশনের এসএসসি ২০১৩ ব্যাচ । গত ২ দিন ধরে তারা শিবচরের ২৫০ দরিদ্র পরিবারকে ত্রান সহায়তা দিয়েছে।
এসএসসি ২০১৩ ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, শিবচর উপজেলা করোনা ভাইরাসের মারাত্মক ঝঁকিতে থাকায় আজ ১৮ দিন ধরে জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে।এছাড়া শিবচরের পুরো এলাকায় পুলিশ পাহাড়ায় রেখে মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।
এদিকে শিবচর উপজেলায় প্রতিটি হাট বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ব্যতীত সব দোকান, যানবাহন টানা ১৮ দিন ধরে বন্ধ রয়েছে। এতে অসহায় ও নিন্ম শ্রেনীর মানুষের অনেক কষ্ট হচ্ছে।
ঠিক সেই মূহুর্তে তারা শিবচর উপজেলার ২৫০ টি পরিবারের মধ্য ৫ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি তৈল,১ কেজি লবন,১ কেজি আলু ও ১ টি সাবান সম্বলিত একটি প্যাকেট দেওয়া হয়।
সহায়তা দেওয়াকারী কয়েকজন সদস্য শিবচরনিউজ২৪.কমকে জানান,আমরা আমাদের ব্যাচের পক্ষ থেকে আমাদের নিজস্ব অর্থায়নে এই ছোট উদ্যোগটি নিয়েছি।আমরা আগামীতে সকলে একত্রিত হয়ে আমাদের এ সেবা কার্যক্রম আরো বর্ধিত করবো।
অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে তথ্য দিয়ে সেবা নিন।
Leave a Reply