1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১,স্ত্রী ও ছেলেসহ আহত ১০ শিবচরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত শিবচরে ভোটের দরকার হচ্ছে না,তিন প্রার্থী জয়ের পথে প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো তারুণ্যের শক্তি  ফাউন্ডেশন মাদারীপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ তিনজন গোয়েন্দা পুলিশের জালে শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ৬ জনের মনোনয়ন পত্র দাখিল শিবচরের সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক আবশ্যক শিবচরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই আহত সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে’: চিফ হুইপ কালকিনিতে জমি নিয়ে বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ

আমাগো এখান দিয়ে ট্রেন যাইবো,তাই দেখতে এসেছি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ২.০৯ পিএম
  • ৩৩৭ জন সংবাদটি পড়েছেন।

আজ ট্রেন যাইবো,আমাগো এইহান দিয়ে ট্রেন যাইবো আজ,তাই দেখতে এসেছি। ট্রেন চালু হইলে আমরা সহজেই বিভিন্ন স্থানে যেতে পারবো। আর খরচও অনেক কম হইবে। আজকে মন্ত্রী আসবে। ট্রেন পদ্মাসেতু পার হয়ে মাওয়া যাবে। এই কারণে দেখতে আসলাম।’এমন কথা গুলো বলছিলেন পদ্মাস্টেশনে দাঁড়িয়ে থাকা মাদারীপুরের শিবচরে উপজেলার বাখরের কান্দি এলাকার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান শেখ(৭৪)।

একসময় বাড়ি চরজানাজাত ছিলো।পদ্মা নদীতে বাড়ি বিলীন হয়ে গেলে চলে আসেন শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি পদ্মা সেতু পুর্নবাসন এলাকায়।

তিনি বলেন, পদ্মাসেতুতে আজ ট্রেন চলবে।সকালেই এখানে এসেছি। এসময় তিনি
উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন,’আইজ পদ্মাসেতু দিয়া ট্রেন চলবে। ভাঙ্গা থেকে ট্রেন পদ্মা পার হইয়া ওই পারে যাইবে। দেখতে দেখতে এই এলাকার কত পরিবর্তন হইলো।কম টাকায় ঢাকা, ফরিদপুর যাবো। আমাদের কাছে আনন্দ লাগতেছে।’

শিবচরের পদ্মা স্টেশন সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে পরীক্ষামূলক ভাবে ট্রেন ছেড়ে আসবে। শিবচরের শিবচর ও পদ্মাস্টেশন হয়ে পদ্মা সেতু পার হয়ে মাওয়া যাবে ট্রেনটি। পুনরায় আবার মাওয়া থেকে ফিরে আসবে ভাঙ্গা স্টেশনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন ভাগে ভাগ করে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজ করা হচ্ছে। দিন-রাত দুই শিফটেই চলছে কার্যক্রম। পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি ভায়াডাকের ওপর পাথরবিহীন প্রায় সাড়ে ৬ কিলোমিটার রেল সেতু স্থাপন হচ্ছে মূল সেতুতে।

মঙ্গলবার দুপুরে পরীক্ষামূলক ভাবে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মাসেতু হয়ে মাওয়া প্রান্তে যাবে ট্রেন। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ রয়েছে ৩২ কিলোমিটার। এর মধ্যে ভায়াডাক উড়াল রেললাইন চার কিলোমিটার আর মাটির ওপর দিয়ে ২৮ কিলোমিটার। ভায়াডাকের চার কিলোমিটার রেললাইন প্রস্তুত করা হয়েছে পাথরবিহীন। আর ২৮ কিলোমিটার নির্মাণ করা হয়েছে পাথর দিয়ে।

জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত তিনটি স্টেশন রয়েছে। শিবচরে ২ টি স্টেশন এবং ভাঙ্গায় জংশন রয়েছে। স্টেশনগুলোর ওপর দিয়ে ৩২ কিলোমিটার লাইন নির্মাণকাজ শেষ হয়েছে। এ ছাড়া ভাঙ্গা জংশনটি আধুনিকায়ন করার কাজ চলছে। এ প্রকল্পের মাধ্যমে ঢাকা-পদ্মা সেতু হয়ে নতুন চার জেলা (মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল) অতিক্রম করে যশোরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হবে।

শিবচরের পদ্মা স্টেশনে কর্মরত রিয়াজ নামে একজন বলেন,’আমরা যতটুকু জানি আগামী সেপ্টেম্বর মাস থেকে পদ্মাস্টেশন হতে ট্রেনের টিকিট বিক্রি হবে। পদ্মাসেতু পার হয়ে ট্রেন যে পর্যন্ত যাবে। এখান থেকে যাওয়া যাবে। বা ফরিদপুর হয়ে রাজশাহী পর্যন্ত ট্রেনে যাওয়া যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2022
Don`t copy text!