ফরিদপুর প্রতিনিধি:
প্রখর রোদ উপেক্ষা করে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নেমেছে।
শহরের উপকন্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে শনিবার বেলা ১১ টা থেকে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে বক্তব্য রাখছেন বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দ।
এর আগে সকাল থেকেই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হাজির হয় নেতাকর্মীরা। এখনও নেতাকর্মীরা আসছেন।
প্রচন্ড রোদ উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে। আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠ পরিপূর্ণ হয়ে আশ পাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড় থেকে সমাবেশস্থল পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
সমাবেশস্থলের মাঠ পরিপূর্ণ হয়ে, রাস্তা এবং স্কুল ও ভবনের ছাদে অবস্থান নিয়েছে কর্মী সমর্থকরা।
ইতিমধ্যেই সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভাগীয় এই গণসমাবেশের একদিন আগে থেকে ফরিদপুরে শুরু হয়েছে বাস ও মিনিবাস ধর্মঘট। এতে ফরিদপুরের সাথে সারাদেশের পরিবহন যোগাযোগ বন্ধ রয়েছে।
বাস চলাচল বন্ধ থাকায় নেতাকর্মীরা পায়ে হেঁটে, নসিমন , ইজিবাইককে সমাবেশস্থলে পৌঁছেছেন।
তারা সেখানে খন্ড খন্ড মিছিল নিয়ে প্রদক্ষিণ করছেন সমাবেশের মাঠ ছাড়িয়ে আশেপাশের এলাকা। এতে সেখানে এক ভিন্ন আমেজের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকেই সেখানে কয়েক হাজার নেতাকর্মী মাঠে অবস্থান নেন। সারারাত তাদের অনেকে খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন।
মাদারীপুরের শিবচর থেকে আসা যুবদল নেতা রাসেল মোল্লা বলেন, শুক্রবার গভীর রাতে রওনা দিয়ে সকালে এসে পৌঁছেছি। বাস চলাচল বন্ধ থাকায় হেঁটে, ভ্যানে এসেছি। যত কষ্টই হোক সমাবেশ সফল করেই ঘরে ফিরবো।
মধুখালী থেকে আসা ছাত্রদল নেতা সানাউল্লাহ বলেন, নসিমন ও ইজিবাইকে ভেঙে ভেঙে আমরা এসেছি। প্রায় ৫ কিলোমিটার হেঁটে সমাবেশে এসেছি।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply