মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ইটবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মনিরুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী ফারজানা ইসলাম (২৮) মৃত্যু হয়েছে।
বুধবার(১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদারীপুর সদরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কের পৌর শিশুপার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা দুজনই পটুয়াখালী জেলার বাসিন্দা। তারা গ্রামীণ ব্যাংকের শরীয়তপুরের ডোমসার এলাকায় কর্মরত ছিলেন।
আগামী তিন দিনের ছুটিতে তারা দু’জন মোটরসাইকেল নিয়ে দেশের বাড়ি পটুয়াখালীতে যাচ্ছিলেন।
জানা গেছে, শরীয়তপুরে গ্রামীন ব্যাংকের ডোমসার শাখায় অফিসের কাজ শেষ করে মনিরুল ইসলাম তার স্ত্রী ফারজানাকে নিয়ে মোটরসাইকেলে করে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা করেন। তাদের মোটরসাইকেলটি মাদারীপুর শহরের পৌর শিশুপার্কের কাছে এলে পিছন দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় গুরতর আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাহরিয়ার শাকিল বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দু’জন হাসপাতালে আসার আগেই মারা যায়। তাদের মাথা ও মুখমন্ডল থেতলে গেছে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রচন্ড রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে।’
খবর পেয়ে হাসপাতালে আসা নিহত মনিরুল ইসলামের সহকর্মী মো. মোস্তাকিন বলেন, ‘আগামী তিন দিনের ছুটি থাকায় মনিরুল ও ফারজানা একসঙ্গে মোটরসাইকেলে করে দেশের বাড়ি পটুয়াখালীতে যাচ্ছিল। ছুটিতে তাদের বাড়ি যাওয়া হলো না। পথেই সব শেষ হয়ে গেল। এভাবে ওদের মৃত্যু আমরা কোন ভাবেই মানতে পারছি না।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘ট্রাকের চাপায় দু’জন মারা যাওয়ার ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পরেই ট্রাকটির চালক পালিয়ে গেছেন। পুলিশ চালককে ধরতে কাজ করছেন।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply