প্রতিনিধি কালকিনিঃ
মাদারীপুরের কালকিনিতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকের অংশ গ্রহনে এক মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, ডাসার থানার এস.আই শিমুল, পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কান্তি বৈদ্য, সাধারন সম্পাদক সন্তোষ কুমার বল, হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সমির চন্দ্র সরকার ও উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রশাসনের পক্ষ থেকে মন্দির গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে পুলিশের পাশা-পাশি আনছার বাহিনী ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে এবং তারা সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য চলতি বছরে উপজেলায় মোট ৬২ পূজা মন্ডপে পূজা উদযাপন করা হবে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply