মাদারীপুর প্রতিনিধিঃ
প্রাচীন বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে এক দৃষ্টিনন্দন নৌকা বাইচ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ৫ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর ও জাফরাবাদ এলাকায় স্থানীয়দের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ১৮ টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৩০ থেকে ৪০ জন মাঝিকে নৌকার বৈঠা হাতে নিয়ে দেখা যায়।
নৌকা বাইচে খোয়াজপুর থেকে আসা পংখীরাজ নৌকা প্রথম স্থান অধিকার করে। এছাড়া মাহমুদপুর থেকে আসা বাবু ঢালীর বাচারি নৌকা দ্বিতীয় ও পাঁচখোলা ২ নং ওয়ার্ডের নৌকা তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম পুরষ্কার হিসেবে ৩৬ ইঞ্চি এলইডি টিভি, ২য়, ৩য়, ৪র্থ ও পঞ্চম পুরষ্কার হিসেবে ২৪ ইঞ্চি ৪ টি এলইডি টিভি ও সান্ত্বনা পুরষ্কার হিসেবে পিতলের কলস ও মোবাইল ফোন তুলে দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার বিকেলে পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ। মহিষেরচর থেকে জাফরাবাদ দীর্ঘ দুই কিলোমিটার জুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী-পুরুষ, কিশোর ভীড় করে নদীর পাড়ে। অনেকে আবার নৌকা, ডিঙি নিয়ে এই নৌকা বাইচ উপভোগ করছিলো। নৌকা বাইচকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য আড়িখাল খাঁ নদীর পাড় দর্শনার্থীদের ঢলে হয়ে উঠে এক মিলনমেলা।
খোয়াজপুর থেকে নৌকা নিয়ে আসা জাহাঙ্গীর চৌকিদার বলেন, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই নৌকা বাইচ। এখানে নৌকা বাইচ নিয়ে আসতে পারছি এটাই বড় আনন্দের। এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ দিন দিন আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আমরা চাই এই ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এই প্রতিযোগিতার আয়োজন করা হোক।
লক্ষীপুর এলাকা থেকে আসা নকুল মন্ডল বলেন, ‘আমরা খুব আনন্দিত নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে। আমরা নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে মানুষের আনন্দ দিতে পেরেছি, এখানেই আমাদের সার্থকতা।’
মাদারীপুর শহরের আরিফ হোসেন নামে এক দর্শনার্থী বলেন, এর আগে এতো সুন্দর নৌকা বাইচ দেখি নি। হাজার হাজার মানুষ এসেছে। আমি ভীষণ আনন্দিত। আমাদের দাবী এই গ্রাম বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা সব সব আয়োজন করা হোক।
আরেক দর্শনার্থী চায়না শেখ বলেন, আমি মোস্তফাপুর থেকে নৌকা বাইচ দেখতে এসেছি। এতো নৌকা আর এতো লোক একসাথে কখনোই দেখি নি। আমার ভীষণ ভালো লেগেছে।
নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক স্থানীয় শাহীন ঘরামী বলেন, নৌকা বাইচ বাংলার এক ঐতিহ্য। এখন এটি বিলুপ্তির পথে। আমরা এই ঐতিহ্য ধরে রাখতে ও মানুষকে আনন্দ দিতে যুব সমাজ ও মুরব্বিদের পক্ষ থেকে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা চাই আগামীতেও এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply