মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক শেখ শাজনীন আহমেদ মেঘা মাদারীপুর-১ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২৪শে নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় নির্বাচন বোর্ডের মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
তিনি শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের সন্তান।
শেখ সাজনীন আহমেদ মেঘা ইউনিভার্সিটি অফ লন্ডন, যুক্তরাজ্য থেকে এলএলবি অনার্স ও মাস্টার্স করেছেন। বর্তমানে ঢাকার একটি ল’ কলেজে শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন।
শেখ শাজনীন আহমেদ মেঘার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী ও মা ঢাকা বারের আইনজীবী। আইনজীবী দম্পতির সন্তান শেখ শাজনীন আহমেদ মেঘা বলেন, আধুনিক শিবচর বিনির্মাণে মাদারীপুর-১ আসন থেকে ভোটে অংশ নিতে চাই। মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, সহিংসতা মুক্ত, চাঁদাবাজি ও জবরদখলমুক্ত তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা রাখতে চাই। তিনি শিবচরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থনও চেয়েছেন।