1. : deleted-e5fzDXca :
  2. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  3. jmitsolutionbd@gmail.com : jmmasud :
  4. : wp_update-1720111722 :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপ্ত দে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ২৭ জনের নামে মাদারীপুরে মামলা শিবচরের হৃদয় হোসেন শিহাব হত্যার আসামী দিলীপ কুমার আগরওয়াল ৩ দিনের রিমান্ডে লক্ষ্মীপুরে বন্যার্তদের জন্য ৩ হাজার প্যাকেট ত্রাণ পাঠালো মানবিক শিবচর এক্সপ্রেস শিবচরে মানসিক প্রতিবন্ধীকে নির্মমভাবে হাতুরিপেটা, এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ বাড্ডা থানায় হত্যা মামলায় শেখ হাসিনাসহ শিবচরের ১৬১ জন আসামী হাসপাতালে অনিয়ম বন্ধ ও সুচিকিৎসা নিশ্চিত করতে শিক্ষার্থীদের মানববন্ধন মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শিবচরের কলেজছাত্র শাকিল, চান চিকিৎসা সহায়তা খালেজা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিবচরে দোয়া-মাহফিল শিবচরে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

পদ্মার পানি বাড়ায় তলিয়ে যাচ্ছে শিবচরের নিন্মাঞ্চল-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১, ৯.৪৭ এএম
  • ৫৩৭ জন সংবাদটি পড়েছেন।

সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ

 

পদ্মানদী বেষ্টিত জেলা মাদারীপুর। বর্ষা মৌসুমে এ নদীর পানি বৃদ্ধির ফলে জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানিও বেড়েছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। জেলার বিশেষকরে শিবচরের নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। ফলে উপজেলার চরাঞ্চলসহ নদীর তীরবর্তী এলাকাগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে।ফলে কয়কেটি এলকায় নদী ভাঙ্গন শুরু হয়েছে।তাই দিন দিন আতঙ্ক বাড়ছে জনমনে।

আর শিবচরে পদ্মার শাখানদ আড়িয়াল খাঁ নদে পানি বৃদ্ধির ফলে তলিয়ে যেতে শুরু করেছে উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকা। এরই মধ্যে চরজানাজাত, কাঠালবাড়ি,মাদবরেরচর, বন্দরখোলা ও সন্ন্যাসীরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়ছে ওই সকল এলাকার মানুষ।এছাড়াও বর্ষা মৌসুমেই পানিতে প্লাবিত হয় এমন এলাকার মধ্যে রয়েছে বহেরাতলা উত্তর ও বহেরাতলা দক্ষিণ, বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা।


শুক্রবার (২ জুলাই) বিকেলে সরেজমিনে ওই এলাকা ঘুরে দেখা গেছে, বর্ষার ঘোলা পানিতে পূর্ণ হয়ে উঠেছে উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা ও আড়িয়াল খাঁ নদে।কোন কোন এলাকায় পানিতে ছুঁই ছুঁই করছে আবার কোথাও পাড় ডুবে গেছে।কোন এলাকার ফসলীজমি ও তলিয়ে গেছে। এছাড়াও উপজেলার ময়নাকাটা, বিলপদ্মা নদীতেও বর্ষার পানি প্রবেশ করেছে।

এদিকে চরাঞ্চলের কাঁচা পাট, তিল, সবজি বাগানে বন্যার পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকেরা। এ সময় অনেকেই অসময়ে পাট-তিলসহ ফসল কেটে নিচ্ছে।

বন্দরখোলা এলাকার কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়।গত কয়েক বছরে এই ইউনিয়নের ৬ টি ওয়ার্ড পদ্মানদীর ভাঙগনে বিলীন হয়ে গেছে। তাই এই এলাকার অনেকই বসত বাড়ি নিয়ে শিবচর উপজেলার অন্য কয়েকটি ইউনিয়নে ও ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে বসতি স্থাপন করেছে।গত বছরও এই ইউনিয়নের কাজিরসূরা এলাকায় একটি দৃষ্টি নন্দন উচ্চ বিদ্যালয়,কাজিরসূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়,কমিউনিটি ক্লিনিক, বন্দরখোলা ইউপি ভবন পদ্মা নদীতে কেড়ে নেয়।এবছরও হুমকির মুখে রয়েছে কাজির সুরা বাজারটি।প্রতি বছরই
বন্যার সময় এসব এলাকার রাস্তাঘাট ডুবে গিয়ে মানুষের বাড়িতেও পানি উঠে। আগাম প্রস্তুতি হিসেবে যোগাযোগের জন্য এই এলাকার অনেকেই নৌকা তৈরি করা শুরু করেছেন।

উপজেলার চরজানাজাত ইউনিয়নের ওয়াসীম সরকার বলেন,আমাদের ইউনিয়নটি পুরোপুরি চরের ভিতর।গতকয়েক বছরে পদ্মা নদী ভাঙ্গনের ফলে আমাদের ইউনিয়নের প্রায় গ্রামগুলো বিলীন হয়ে গেছে নদীতে। এবারও নদীতে পানি বাড়তে শুরু করেছে। পদ্মানদী ভরে উঠছে পানিতে। চরাঞ্চলেও পানি প্রবেশ করতে শুরু করেছে।আমরা সকলেই আতঙ্কিত।

বাশকান্দি ইউনিয়নের শেকপুর ব্রীজ এলাকার জুবায়ের কাজী বলেন,” গত কয়েকদিন ধরে আমাদের এলাকা দিয়ে বয়ে যাওয়া বিলপদ্মা নদীতে পানি বেড়েছে। ভরে উঠেছে নদী। এই পানি বিভিন্ন এলাকায় ঢুকতে শুরু করেছে।

শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,প্রতি বছর বন্যায় উপজেলার পদ্মানদী বেষ্টিত চরজানাজাত, কাঁঠালবাড়ী, বন্দোরখোলা, মাদবরেরচর ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা পানিতে ডুবে যায়। পানিবন্দি হয়ে পড়ে এসব এলাকার হাজার হাজার মানুষ। চর এলাকার গ্রামের মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এসে আশ্রয় নেয়। যদিও এখন পর্যন্ত বন্যার কোনো আভাস নেই। তবে বর্ষা মৌসুমে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চল ডুবে যাচ্ছে। এদিকে ২ দিন ধরে টানা বর্ষনের ফলে পানি বড়ছে।আগাম প্রস্তুতি হিসেবে চরাঞ্চল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা হলে পানিবন্দি মানুষ যেন আশ্রয় নিতে পারে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ‘বন্যা হলে শিবচরের চর অঞ্চলের কয়েকটি ইউনিয়নের গ্রামগুলো তলিয়ে যায়। আমরা এসকল এলাকার মানুষের আশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখতে সংস্লিষ্ট সকলকে বলেছি”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2022
Don`t copy text!