শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর দাদন চোকদার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী দুলাল মোল্ল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, আসামীকে মামলারবাদী ও তার লোকজন আটক করে পুলিশে খবর দিয়েছে।
শিবচর থানা পুলিশ জানায়, শিবচর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামে ২০২১সালের দাদন চোকদার নামে এক ব্যক্তিকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে প্রধান আসামী নজরুল শেখসহ তার লোকজন। এ ঘটনায় নিহতের ভাই পান্নু চোকদার বাদী হয়ে ১৬জনসহ অজ্ঞাত বেশকয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করে। সেই হত্যা মামলায় দুলাল মোল্লা এজাহারভুক্ত পলাতক আসামী। গতকাল শনিবার বিকেলে হত্যা মামলার বাদী ও তার লোকজন গিয়ে আসামীকে ধৃত করে পরে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে আসামী দুলাল মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে এবং শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আসামী দুলাল মোল্লা পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে।
মামলার বাদী পান্নু চোকদার বলেন, আমার ভাই দাদন চোকদার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী দুলাল মোল্লা। আসামীর অবস্থান জানতে পেরে ১মাস ধরে পুলিশকে আমরা জানাচ্ছি কিন্তু পুলিশ পরোয়ানাভুক্ত ওই আসামীকে গ্রেফতার করতে পারছে না। গতকাল বিকেলে আমরা আসামীর অবস্থান জানতে পেরে নিশ্চিত হতে সেখানে যাই এবং অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের জানাই। আমাদের অবস্থান টের পেয়ে আসামী দুলাল মোল্লা পালানোর চেষ্টা করে। এসময় দৌড়ে ও ধস্তাধস্তি করে ওই হত্যাকারী আসামীকে আমরা ধৃত করি এবং পুলিশের হাতে সোপর্দ করি।
শিবচর থানার উপপরিদর্শক মোদােচ্ছের হোসেন জানান, এজাহারভুক্ত পলাতক আসামী দুলাল মোল্লা বর্তমানে পুলিশ হেফাজতে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। চিকিৎসা শেষে আসামীকে আদালতে প্রেরন করা হবে।