জিহাদ খান (শিবচর প্রতিনিধি)
মাদারীপুরের শিবচরে কে এইচ এম ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ই জুলাই) সকাল ১০
টার দিকে শিবচর পাচ্চর আঞ্চলিক সড়কের ব্যাঙচড়া এলাকায় এ স্টেশনটি শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এম.পি।
ফিলিং স্টেশনটি চালু হওয়ায় আনন্দিত স্থানীয় সবাই। বিশেষ করে বেশি আনন্দিত স্থানীয় বাইকাররা। তাদের মন্তব্য, প্রকৃত মূল্যের থেকে বেশি দামে দোকান থেকে তাদের বেশি মূল্য দিতে হয়।তারা দোকান থেকে বাইকে তেল নিলে বিভিন্ন সময় অনেক সমেস্যার সম্মুখীন হতে হয়।
সারাদেশের ন্যায় স্টেশনটিতে প্রেট্রল,অকটেন,ডিজেল, ইনজিন ওয়েল ইত্যাদি পাওয়া যাবে।
স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া বলেন,আগে আমরা দোকান থেকে বেশি দামে তেল কিনতাম অথবা অনেক দূরের স্টেশনে গিয়ে তেল ভরতে হত,এই স্টেশন এর কারনে আমরা সহজে সঠিক মূল্যে গাড়ির তেল কিনতে পারবো।
স্টেশনটি হওয়ায় অধিকাংশ মানুষ খুসি হলেও অনেকটা হতাশ হয়েছে উপজেলার খুচরা তেল ব্যাবসায়ীরা। স্টেশন এর কারনে তাদের কেনাবেচা ৭০ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হয়।তাই সাধারণ মানুষ খুসি হলেও সাধারণ তেল ব্যবসায়ীরা হতাশ হয় স্টেশনটি উদ্বোধনে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোল্লা,পৌর মেয়র আওলাদ হোসেন খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম সহ আরো অনেকে।
উত্বোধন শেষ মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়।