শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংর্ঘষে ৪ জন আহত হয়েছে। এসময় এক প্রার্থীর কার্যালয় ভাংচুরের অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আগামী ১৭ জুলাই শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
মঙ্গলবার রাত ১০ টার দিকে ৭ নং ওয়ার্ডে মোঃ শাহআলম তালুকদার চানমিয়া তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলযোগে প্রচারনায় যায়। এসময় মোঃ আজাদুল ইসলাম মাসুম বেপারির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায়। সংর্ঘষে ৮ জন আহত হয়। খবর পেয়ে শিবচর থানার ওসি মোঃ আনোয়ার হোসেনসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে ৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত এসকান বেপারি বলেন, চানমিয়া তালুকদারের লোকজন মোটরসাইকেল বহর নিয়ে এসেই আমাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়।
আহত তুষার মাদবর বলেন, আমরা ভোট চাইতে গেলে ওরা বাধা দেয় ও হামলা চালায়। এতে আমার আব্বা গুরুতর আহত হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
মোঃ আজাদুল ইসলাম মাসুম বেপারি বলেন, নির্বাচন আচরন বিধি অমান্য করে চানমিয়া তালুকদার রাত ১০ টার পর এসে ভোট চাইতে গেলে ঝামেলা শুরু হয়। এসময় সোনাই চান্দেরহাটে আমার ক্যাম্পও ভাংচুর করা হয়েছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
মোঃ শাহআলম তালুকদার।
মোঃ শাহআলম তালুকদার চানমিয়া অভিযোগ তুলে বলেন, কয়েকটি এলাকায় মাসুম বেপারির লোকজন পাহারা বসিয়ে ভোট চাইতেই বাধা প্রদান করে। এর সুত্র ধরেই দুই পক্ষের সমর্থকরা সংর্ঘষে জড়ায়।
ঘটনাস্থলে নিয়োজিত শিবচর থানার এসআই মোঃ আলমগীর হোসেন বলেন, রাত ৯ টার পর
এ সংর্ঘষ হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।