শিবচর( মাদারীপুর) প্রতিনিধি:
শিবচরে হারিয়ে যাওয়ার একদিন পরে প্রতিবন্ধী শিশু সিয়ামকে খুঁজে পেলো তার পরিবার।
মঙ্গলবার(১১ এপ্রিল) দুপুরে শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন শিশুটিকে তার বাবা ও নানার হাতে তুলে দেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,’সোমবার বন্দরখোলা বাজার এলাকা থেকে শিশুটি পেয়ে শিবচর থানায় নিয়ে আসেন আমাদের এক পুলিশ সদস্য। শিশুটি নিজের নাম বলতে পারলেও বাবার নাম ও ঠিকানা কিছুই বলতে পারছিল না। রাতে আমাদের নারী ও শিশু ডেস্কের দায়িত্বরত উপ-পরিদর্শক রেনুকা আক্তার শিশুটির পরিচর্যা করেন এবং ওর কাছ থেকে তথ্য জানার চেষ্টা করেন। মঙ্গলবার সাংবাদিকদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি প্রকাশ করলে শিশুটির পরিবারের দৃষ্টিগোচর হয়।
ওসি আরও বলেন,’শিশুটি মানসিক প্রতিবন্ধী। উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার আদেল মুন্সীকান্দি গ্রামের কৃষক ফারুক বেপারীর ছেলে। মঙ্গলবার দুপুরে শিশুটির পিতা ও নানার কাছে শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়।’