শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী (৬৫) মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।তার ভাগিনা আবদুল গাফফার সোহাগ ঘটনার সততা নিশ্চিত করেন।
তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন।
নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে,গত ৪ দিন আগে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন।পরে তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।আর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, কন্যা,তিন ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। গত ইউপি নির্বাচন ছাড়াও ইতোপূর্বে তিনি আরো ৫ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।