আতিকুর রহমান পায়েল,
মাদারীপুরের শিবচরে আগুন লেগে দুইটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে সংলগ্ন চর বাচামারা গ্রামের ইসলাম হাওলাদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় ইসলাম হাওলাদারের একটি ঘর ও মোসলেম হাওলাদারের একটি ঘর পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ তাদের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়।এসময় তাদের বাড়িতে পুরাতন কাঠ ও পাঠকাঠি রাখার দুইটি ঘর আগুনে পুড়ে যায়। পরে তাদের বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।এদিকে খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছালে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে যায়।
শিবচর ফায়ার সার্ভিসের লিডার তরুনুর রশিদ বলেন,তাদের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত।আগুনে তাদের দুইটি ঘর পুড়েছে। ঘর দুইটিতে তারা লাকড়ি রাখতো। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।