শিবচর ( মাদারীপুর)প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করেছে নৌপুলিশ। এসময় ৪ জেলেকে আটক এবং ১৫ হাজার মিটার জাল ও একটি ট্রলারও জব্দ করা হয়।
সোমবার(১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত পদ্মানদীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় শিবচর নৌ পুলিশ।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, জাটকা ইলিশ রক্ষায় বিকেল থেকে রাত পর্যন্ত পদ্মানদীর একাধিক স্থানে অভিযান চালায় চরজানাজাত নৌপুলিশ। নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহানুর আলীর নেতৃত্বে পদ্মানদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে কম্বিং অপারেশন পরিচালনা করে নৌ পুলিশের একটি দল। এসময় জাটকা নিধনকালে ইয়াকুব (৫৩), আক্তার হোসেন (২৬), মো: সলিম (২৬) নাঈমসহ (২৪) ৪ জেলেকে আটক করা হয়। এসময় প্রায় ৩০ কেজি জাটকা, ১৫ হাজার মিটার অবৈধ জাল ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। পরে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ও জাটকা মাছ স্থানীয় এতিমখানায় বিতরন করা হয়।
নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী জানান,’অভিযানে ৪ জেলে আটক সহ ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আর জাটকা এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা রক্ষায় আমরা নিয়মিত অভিযান চালাবো।’