মাদারীপুর প্রতিনিধি,
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকল কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে মাদারীপুরে গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতা ও কর্মীরা।
শনিবার সকালে দলটির নেতা ও কর্মীরা বিশাল একটি মিছিল নিয়ে দলটির অস্থায়ী কার্যালয় চৌরাস্তা থেকে বের হয়ে পুরান বাজার এলাকার মিলন সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হাওলাদার, সদস্য সচিব এডভোকেট মাসুদ পারভেজ ও অন্যান্যরা।