1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার শিবচরে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ছয় দফা দাবিতে শিবচরে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি শিবচরে আশরাফুল মাদারেসের সাবেক ছাত্রদের পুনর্মিলনী ও ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

ডাসারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণী অনশন

  • প্রকাশিত : বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৯.৪০ পিএম
  • ৬১০ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণী অনশন শুরু করেছেন।

বুধবার (২ নভেম্বর) সকাল থেকে উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের ৮নং ওয়ার্ডে প্রেমিক শৈশব বালার বাড়িতে তিনি অবস্থান করেন।

শৈশব বালা (২৫) ওই গ্রামের দুলাল বালার ছেলে। তবে ঘটনার পর প্রেমিক শৈশব বালার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়েছেন।

ভুক্তভোগী ওই তরুণী পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার লেবুবাড়ি গ্রামের বাবুল হালদারের মেয়ে।

ভুক্তভোগী জানান, দুই বছর পূর্বে প্রথমে পরিচয় হয় ফেসবুকে।পরিচয় থেকে কথা।এরপর থেকেই একে অপরের সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এর মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।শারীরিক সম্পর্কের ফলে ওই তরুনী অন্তঃসত্ত্বা হয়।পরে বিয়ের কথা বলে জোর করে বাচ্চা নষ্ট করে শৈশব বালা ও তার পিসি যমুনা বালা।বাচ্চা নষ্ট করার পর থেকেই প্রেমিকাকে এড়িয়ে চলে শৈশব বালা।

স্থানীয় সূত্রে জানা যায় সকালে শৈশব বালার বাড়িতে ভুক্তভোগী মেয়েটি গেলে শৈশব বালার মা, ভাই সৈকত বালা ও পিসি ভুক্তভোগী বিউটি হালদার এর উপর শারীরিক নির্যাতন করে এবং বিভিন্ন হুমকি দেয়। পরবর্তীতে স্থানীয় সাংবাদিক উপস্থিতির টের পেয়ে শৈশব বালার বাবা -মা ও ভাই ঘরে তালা দিয়ে চলে যায়।

ওই তরুনী বলেন, গত দুই বছর আগে থেকেই শৈশব বালার সাথে আমার ফেসবুকে পরিচয় হয় পরে তা প্রেমের সম্পর্কে পরিনত হয়।পারিবারিকভাবে আমার বিয়ের প্রস্তাব দেয়া হলেও শৈশব বালা আমাকে বিয়ে না করার জন্য চাপ দিত।

তরুনী আরো বলেন, বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে আমার সাথে একাধিক বার বিভিন্ন স্থানে নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে যার ফলে আমি অন্তঃসত্ত্বা হই।এক পর্যায়ে আমাকে জোর করে বাচ্চা নষ্ট করায় শৈশব বালা ও তার পিসি যমুনা বালা।গত ১০ দিন যাবত আমার সাথে শৈশব বালা যোগাযোগ বন্ধ করে দেয়।

আমার দাবি, শৈশব বালা যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো।

সাবেক ইউপি সদস্য বাবুল জয়ধর বলেন, এই মেয়ের সাথে শৈশব বালার বিয়ে হওয়ার কথা ছিলো। এ বিষয়ে মেয়ের বাড়িতে ১০/১২জন লোকজনও গেছিলো।ক্যান যে মেয়েটাকে এভাবে কষ্ট দিতেছে বুঝিনা।এ বিষয়ে অনেকবার শালিসী হইছে ওরা কেউকে মানে না।

নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ঘটনা আমি শুনছি কিন্তু ওই মেয়ের সাথে তো আরো ৬মাস আগে বিয়ে হওয়ার কথা এখনো হয়নি?

ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!