মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচন। সোমবার(১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিরতীহীন ভাবে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহন।
মাদারীপুর জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয় ১৮ সেপ্টেম্বর। পরে বাছাইয়ের বিরুদ্ধে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলে আপিল দায়েরের। এছাড়া আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ সেপ্টেম্বর। পরে ২৬ সেপ্টেম্বর হয় প্রতীক বরাদ্দ। আর ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
ভোট গ্রহনের পর ফলাফল শেষে সাধারণ সদস্য পদে সদর উপজেলায় উটপাখি প্রতীকে মহিউদ্দিন খান ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের আবুবকর সিদ্দিক পেয়েছেন ৬১ ভোট। কালকিনি উপজেলায় তালা প্রতীকে রফিকুল ইসলাম ৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিক্সা প্রতীকের আবদুল্লাহ আল মামুন পেয়েছেন ৭০ ভোট। ডাসারে হাতি প্রতীকে মীর মামুন অর রশিদ ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাসেম হাওলাদার টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৭ ভোট। সংরক্ষিত মহিলা আসন -১ (সদর, কালকিনি ডাসার) বই প্রতীকে রোকসানা পারভীন ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ছিলেন টেবিলঘড়ি প্রতীকের সোহেলী ইয়াসমিন। তিনি পেয়েছেন ১৪৩ ভোট। অন্যদিকে সংরক্ষিত মহিলা আসন – ২ (রাজৈর শিবচর) ফুটবল প্রতীকে আয়শা সিদ্দিকা ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা. সেলিনা বেগম হরিণ প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকার প্রার্থীর মুনীর চৌধুরী নির্বাচিত হন। এছাড়া সদর উপজেলায় সদস্য পদে ২ জন, কালকিনিতে ২ , ডাসার ৪, রাজৈর ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্যদিকে শিবচর উপজেলায় সাধারণ সদস্য পদে বিনাপ্রতিদন্দ্বীতায় মো. ইলিয়াস হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হন।’
এছাড়া সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলা থেকে ৫ জন এবং রাজৈর ও শিবচর উপজেলা থেকে দুইজন প্রতিদন্দ্বীতা করেন।
প্রসঙ্গত, উচ্চ আদালতের নির্দেশে রাজৈর উপজেলায় সদস্য পদে নির্বাচন স্থগিত রয়েছে।